Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

রায়পুরায় গোলাগুলিতে নিহতের ঘটনায় মামলা, চেয়ারম্যানসহ আসামি ৩০

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০৪:৪০ পিএম


রায়পুরায় গোলাগুলিতে নিহতের ঘটনায় মামলা, চেয়ারম্যানসহ আসামি ৩০

নরসিংদী রায়পুরার বাঁশগাড়ী ইউনিয়নে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আলম ওরফে আলমগীর (২০) নামে একজন নিহত হওয়ার দুদিন পর থানায় হত্যা মামলা করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিহতের বাবা জহর আলী বাদী হয়ে বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রাতুল হাসান জাকিরকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানা পুলিশ ।

এর আগে রোববার সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আলম ওরফে আলমগীরের মৃত্যু হয়।

ইএইচ

Link copied!