Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:২৯ পিএম


ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে বাকেরগঞ্জে মানববন্ধন

ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বুধবার সকাল ১১টায় কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ মাঠে ডিগ্রি প্রথম বর্ষ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের পক্ষে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী তানজিলা আক্তার ও চয়ন কুমার পাইক বলেন, উপজেলার দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নের একমাত্র কলেজ কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজটিতে সুনামের সহিত দীর্ঘদিন ধরেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। অজ্ঞাত কারণে হঠাৎ করেই কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের কেন্দ্রটি পরিবর্তন করে প্রায় ১৫ কিলোমিটার দূরে দাঁড়িয়াল ইউনিয়নের কামারখালী কলেজে নেয়া হয়েছে। কামারখালী যেতে কাটাখালী নদী পাড় হয়ে যেতে হয়। যে কারণে অর্থ ও সময় খরচ হয়। এতে করে কলেজের ছাত্র-ছাত্রীদের ডিগ্রি পরীক্ষা দেয়ায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র কাকরধায় পুনর্বহালের দাবিতে জানাই।

ডিগ্রি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবির সাথে একাগ্রতা জানিয়ে কলেজের সহকারী অধ্যাপক ছাকিউর রহমান সাকির তার বক্তব্যে বলেন, দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়ন দুটি নদীবেষ্টিত একটি দ্বীপ। উত্তরে তেতুলিয়া নদী, দক্ষিণে কারখানা নদী, পূর্ব দিকে ধুলিয়া নদী আর আর পশ্চিমে রামনাবাদ নদী। নদীবেষ্টিত কাকরধা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে কামারখালী কলেজে বর্তমানে ডিগ্রি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে। ওই কেন্দ্রে যাতায়াতের রাস্তা খারাপ এবং মাঝখানে খরস্রোতা কারখানা নদী থাকায় ঝুঁকিপূর্ণ। এছাড়া ডিগ্রি পর্যায়ের বেশিরভাগ মেয়েরা বিবাহিত ও গর্ভবতী থাকার কারণে এত দূরে যাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। তাই তিনি অবিলম্বে পূর্বের ডিগ্রি পরীক্ষা কেন্দ্র কাকরধা বা তার পাশের কোন প্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল করে ডিগ্রি পরীক্ষা নেয়ার দাবি জানান।

ইএইচ

Link copied!