মাদারীপুর প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
মাদারীপুর প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৫, ০৫:৫৬ পিএম
মাদারীপুর সদর উপজেলায় এডিপির অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার তিনটি স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ স্কুলড্রেস বিতরণ করা হয়।
বুধবার দিনব্যাপী এ কার্যক্রম চলে। প্রধান অতিথি হিসেবে ড্রেস বিতরণ করেন মাদারীপুর জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ওয়াদিয়া শাবাব।
সদর উপজেলা ১৫টি ইউনিয়নের ৬ হাজার শিক্ষার্থীদের মাঝে পর্যায়ের এ ড্রেস বিতরণ করা হবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আগামী তিন বছর মাদারীপুর সদর উপজেলার ১৫টি স্কুলের ছয় হাজার শিক্ষার্থীদের মাঝে এ স্কুলের ড্রেস বিতরণ করা হবে। এ কার্যক্রম আগামী তিন বছর চলমান থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসা. ইয়াসমিন আক্তার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইএইচ