ফয়সাল আহাম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
জানুয়ারি ২৯, ২০২৫, ০৬:০৯ পিএম
ফয়সাল আহাম্মেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
জানুয়ারি ২৯, ২০২৫, ০৬:০৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪ জন কর্মচারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও আরও দুই আসামির অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
জব্দকৃত ড্রেজার মেশিন পুলিশি পাহাড়ায় নিয়ে এসে সলিমগঞ্জ নৌপুলিশের জিম্মায় রাখা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মরিচাকান্দি মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব ড্রেজার মেশিন জব্দ করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৈরদৌস আরা ও বাঞ্ছারামপুর উপজেলা এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার কানাইনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে মো. নীরব মিয়া (১৯), বরিশাল মেহেন্দীগঞ্জের আবুল হোসেন বেপারীর ছেলে মো. সোহাগ (১৯), নরসিংদীর মুরাদনগরের ইউসুফ আলীর ছেলে মো. শাহিন (৩২) ও পিরোজপুর মঠবাড়িয়ার আবু ছালে মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (২৪)।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৈরদৌস আরা আমার সংবাদকে বলেন, কানাইনগর থেকে আমরা ছয়জনকে গ্রেপ্তার করেছি। তারা স্বীকারোক্তি প্রদান করেছে তারা অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সাথে জড়িত। তাদের মধ্যে দুজন নাবালক হওয়ায় মুচলেকা রেখে তাদের এক আত্মীয়র কাছে সোপর্দ করেছি। বাকি চারজনকে স্বীকারোক্তিমূলক সহকারী কমিশনার (ভূমি) তাদেরকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। আমরা স্থানীয়ভাবে চারটি ড্রেজার জব্দ করেছি যার কোন মালিক তৎক্ষণাৎ পাইনি তাই নিয়ে এসেছি। যদি তারা তাদের বৈধ মালিকানা প্রমাণ করতে পারে এভাবে আমরা ব্যবস্থা নিব, আর যদি প্রমাণ করতে না পারে সরকারি নিয়ম-নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে জব্দকৃত ড্রেজার মেশিন নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।
ইএইচ