Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

রাঙ্গুনিয়ায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রাঙ্গুনিয়া (প্রতিনিধি) চট্টগ্রাম

রাঙ্গুনিয়া (প্রতিনিধি) চট্টগ্রাম

জানুয়ারি ২৯, ২০২৫, ০৬:৩৩ পিএম


রাঙ্গুনিয়ায় ২টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়েছে। এতে দুটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

বুধবার পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন র‍্যাব-৭ চট্টগ্রাম এর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাঙ্গুনিয়া স্টেশনের সদস্য, বন অধিদপ্তর এবং রাঙ্গুনিয়া থানার পুলিশ সদস্যরা।

ইএইচ

Link copied!