নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:১৬ পিএম
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:১৬ পিএম
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ২০২৫ উপলক্ষ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসনের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে প্রায় ২ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সহায়তায় কালিগঙ্গা নদীতে অভিযান পরিচালনা করে ০.০১ লক্ষ মিটার কারেন্ট, বাধা, ঘেরাসহ প্রায় ২ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করে।
এ সময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসের সৈকত হাওলাদার (ক্ষেত্র সহকারী), সঞ্জয় মন্ডল (তথ্য সংগ্রহকারী), এবং তপু হালদার ও নাজিরপুর থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম পারভেজ জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
ইএইচ