দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:৩৯ পিএম
দিনাজপুর প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:৩৯ পিএম
আমদানিকৃত ফলের উপর অতিরিক্ত শুল্ক কর কমানো এবং ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফল ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ মঈনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি জহির শাহ, দিনাজপুর ফল ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিম খান প্রমুখ।
এ সময় বক্তারা ফলকে নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসাবে গণ্য করে অবিলম্বে ফলের উপর থেকে ভ্যাট ট্যাক্স কমানোর দাবি জানান।
ইএইচ