Amar Sangbad
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫,

চাঁপাইনবাবগঞ্জে বার্ষিক হিসাব নবায়ন উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:৪৮ পিএম


চাঁপাইনবাবগঞ্জে বার্ষিক হিসাব নবায়ন উৎসব অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের বার্ষিক হিসাব নবায়ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

মেসার্স লুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী রাইহানুল ইসলাম লুনার সভাপতিত্ব অনুষ্ঠিত উৎসবে অতিথি হিসেবে বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেন, শাহ সিমেন্টের রিজিওনাল ম্যানেজার আল মারুফ, সেভেন রিংস সিমেন্টের সিনিয়র ম্যানেজার মো. বেলাল হোসেন, একেএস রডের এরিয়া ম্যানেজার শ্রী সুজিত কুমার বিশ্বাস, একেএস গরু মার্কা ঢেউটিনের এরিয়া ম্যানেজার মো. নুরুল হুদা মজুমদার, বি এস আর এম রডের সিনিয়র ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, আনোয়ার সিমেন্ট সিটের সিনিয়র ম্যানেজার মো. রবিউল্লাহ সরকার, আনোয়ার সিমেন্টের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মো. রতন মিঞা, মীর সিমেন্টের অ্যাসিস্টেন্ট ম্যানেজার মো. আমিরুল ইসলাম, যমুনা গ্যাসের ডেপুটি ম্যানেজার আদম শফিউল্লাহ, শরিফ হোম অ্যাপ্লায়েন্সের এস এম মাহবুবুর রহমান।

হাসিব হোসেন বলেন- রাইহানুল ইসলাম লুনার হাত ধরে চাঁপাইনবাবগঞ্জে শুধু রড সিমেন্ট নয় ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাবে এই জেলা। এসময় তিনি লুনার সামাজিক কর্মকাণ্ডও তুলে ধরেন।

রাইহানুল ইসলাম লুনা ব্যবসায়ীদের বলেন- ইট বিক্রি হয় আগাম টাকায়, রড বিক্রি হয় আগাম টাকা, তাহলে শুধু সিমেন্ট কেন বাকিতে বিক্রি করবেন। এখন থেকে আপনারা সকল পণ্য নগদ টাকা বিক্রি করবেন। তাহলে আপনার, আমার এবং কোম্পানির লাভ হবে। তানা হলে আপনারা ব্যবসায় টিকে থাকতে পারবেন না। আলোচনা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং সব শেষে পুরস্কার বিতরণ করা হয়।

পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উৎসসেব জেলার বিভিন্ন এলাকা থেকে মেসার্স লুনা ট্রেডার্স ও সানজানা এন্টারপ্রাইজের ডিলার ও বিক্রেতারা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!