Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

তালায় স্কাউটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:৫৬ পিএম


তালায় স্কাউটের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার তালা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উপজেলা সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল।

প্রভাষক গাজী আসাদুজ্জামানের পরিচালনায় অতিথির বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ হোসেন, স্কাউট তালা উপজেলা শাখা বিদায় সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

ত্রিবার্ষিক সম্মেলন পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট তালা উপজেলা শাখার সভাপতি শেখ মো. রাসেল, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম নির্বাচিত হন।

আগামী ৩ বছর কমিটি পরিচালনার জন্য সহ-সভাপতি প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান,আব্দুর রাজ্জাক, রেহেনা আক্তার, কোষাধ্যক্ষ জাকির হোসেন, সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক শেখ আনিচুর রহমান, গ্রুপ সভাপতি আলমগীর হোসেন, মো. শাহাজান আলী, শেখ ফরিদ উদ্দীন, অজয় কুমার মন্ডল ও কমিশনার মো. আমিনুর রহমানকে সদস্য নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!