Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

নয়ন দাস, গোসাইরহাট (শরীয়তপুর)

নয়ন দাস, গোসাইরহাট (শরীয়তপুর)

জানুয়ারি ৩০, ২০২৫, ০৫:০০ পিএম


আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাটে আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ইদিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের’ সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ইদিলপুর মডেল, ২নং দাসের জঙ্গল ও ৩নং ধীপুর, এই ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, কলম, খাতা, পেনসিল, ফাইল, রাবার, কাটার, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান খাঁন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ এমদাদ হোসাইন, ২নং দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন, সরকারি শামসুর রহমান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আতিকুর রহমান ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান মো. মোশারফ হোসেনসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ও আলোকিত গোসাইরহাট ফাউন্ডেশনের অন্যান্য সকল সদস্যরা।

ইএইচ

Link copied!