Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন

রাজশাহী ব্যুরো

রাজশাহী ব্যুরো

জানুয়ারি ৩০, ২০২৫, ০৫:৩২ পিএম


উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন

অবহেলিত উত্তরাঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে জন্য অন্তর্বর্তীকালীন সরকার মধ্যে একজন উপদেষ্টা নিয়োগের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সিরাজ-উদ-দৌলা চৌধুরী।

বৃহস্পতিবার রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমাদের দেশ সমভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, তবে এটি নিশ্চিত করার জন্য সকল অঞ্চলের ন্যায্য প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছে এবং এই অঞ্চলের জনগণের স্বার্থ ও সমস্যাগুলো নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা লক্ষ্য করেছি যে উপদেষ্টা পরিষদের দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু দুঃখজনকভাবে, উত্তরাঞ্চলের কোনো প্রতিনিধি উপদেষ্টা হিসেবে নিযুক্ত হননি। এটি এই অঞ্চলের জনগণের জন্য হতাশাজনক এবং উন্নয়ন ও নীতিনির্ধারণে তাদের কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে কিনা সে বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
উত্তরাঞ্চল আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে শিক্ষা, কৃষি, শিল্প, ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অথচ অবকাঠামো, দারিদ্র্যবিমোচন, স্বাস্থ্যসেবা, ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চল দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে। এই অবস্থার পরিবর্তন আনতে হলে নীতিনির্ধারণের সর্বোচ্চ পর্যায়ে উত্তরাঞ্চলের একজন দক্ষ ও অভিজ্ঞ প্রতিনিধি থাকা অত্যাবশ্যক।

তিনি অনতিলম্বে উত্তরাঞ্চলের একজন উপযুক্ত ও যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়টি বিবেচনা করে সুষম উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।

ইএইচ

Link copied!