ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী
জানুয়ারি ৩০, ২০২৫, ০৫:৪৮ পিএম
ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী
জানুয়ারি ৩০, ২০২৫, ০৫:৪৮ পিএম
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নোয়াখালীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঐতিহ্যবাহী ভুলুয়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোহাম্মদ ইসমাইল।
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন।
বক্তব্য দেন- উপাধ্যক্ষ মো নুর ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর মুখ্য সমন্বয়ক ফরহাদুল ইসলাম, বৈষম্যবিরোধী সিনিয়র সংগঠক নাহিদা সুলতানা ইতু, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান রাফি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল বলেন, ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে হবে। তরুণরা যেভাবে আমাদের দেখিয়ে দিয়েছে, এই আন্দোলনের উদ্দেশ্য লালন করতে হবে। তাহলে আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো।’
ইএইচ