এম এ মান্নান, চৌগাছা (যশোর)
জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:০৯ পিএম
এম এ মান্নান, চৌগাছা (যশোর)
জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:০৯ পিএম
যশোরের চৌগাছায় অপহরণ চক্রের সেই জীবন খানসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
ভারতে পালানোর সময় তাদেরকে আটক করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে ভারত সীমান্তবর্তী গয়ড়া গ্রামের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বহুল আলোচিত চাঁদাবাজি ও অপহরণচক্রের মূলহোতা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের হাশেম আলির ছেলে জীবন খান লিপু (৩২) ও পৌরসভার কুঠিপাড়া এলাকার সমশের আলির ছেলে সোহাগ হোসেন (৩০)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ট্রাকচালক মিন্টু মিয়াকে চাঁদার দাবিতে অপহরণ করে নিয়ে যায়। পরে মিন্টুর স্ত্রী পুলিশকে জানালে পুলিশ মিন্টুকে উদ্ধার করে। পরে মিন্টু বাদী হয়ে জীবন খান লিপু ও সোহাগ হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ করে চৌগাছা থানায় মামলা দায়ের করেন। ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে চৌগাছা থানার তদন্ত ওসি কামাল হোসেন ও থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী গয়ড়া গ্রামের মাঠ থেকে মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটক দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।
ইএইচ