মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৩:১৬ পিএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৩:১৬ পিএম
পবিত্র রমজান মাসকে টার্গেট করেছেন চট্টগ্রামের অসাধু ভোজ্যতেলের কারবারিরা। এর জন্য কৃত্রিম তেল সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরা। যার বেগ পোহাতে হচ্ছে ভোক্তাকে।
ক্রেতা, পাইকারি ও খুচরা অনেক ব্যবসায়ী মনে করছেন বাজার মনিটরিং না থাকায় এই ফায়দা নিতে পারছেন অসাধু ব্যবসায়ীরা।
তবে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম আমার সংবাদকে বলেন, বাজার মনিটরিং চলছে। কৃত্রিম তেল সংকটের অভিযোগের তীর চট্টগ্রামে বৃহত্তর বাজার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের ব্যবসায়ীদের দিকে। জেলা প্রশাসন ঠিকমতো অভিযান পরিচালনা করতে পারলে এটি থেকে উত্তরণ হওয়া যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান তেল সংকটের বিষয়ে আমার সংবাদকে বলেন, ভোক্তা বা ব্যবসায়ীদের পক্ষ থেকে তেল সংকটের অভিযোগ আসেনি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম।
প্রশ্নের জবাবে তিনি বলেন, খাদ্য বিভাগ ও কৃষি বিভাগকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করবো দ্রুত।
প্রতি লিটার ৮ টাকা বাড়ানোর পরও বেশি দামে বিক্রি হচ্ছে তেল। বর্তমানে তেল বাজারের চিত্র দেখে মনে হচ্ছে বাজার নিয়ন্ত্রণে যেন কোথাও কেউ নাই। চাহিদার ৩০-৪০ ভাগ তেল পাচ্ছে এবং ১/২ লিটার তেল আরও সংকট বেশি ভোক্তা পর্যায়ে।
গত ৬ জানুয়ারি তেলের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিলে মুখ ফিরিয়ে নেন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। রমজানে আরও বেশি দামে বিক্রির জন্য কৃত্রিম সংকট করছেন বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। আর এ সুযোগ পাচ্ছে বাজার মনিটরিং না থাকায়।
সবজির বাজার গত দেড় মাস ধরে ক্রেতাদের স্বস্তি দিয়ে আসছে। সরবরাহ বেশি থাকায় যথারীতি কম দামে সবজি কিনে স্বস্তিতে আছেন ক্রেতারা। বাজারে গত দুই সপ্তাহ ধরে পেঁয়াজের দর নিম্নমূখী ছিল।
কিন্তু হঠাৎ করে গত দুদিন ধরে ভারতীয় পেঁয়াজ কেজিতে ১৫ টাকা এবং দেশি পেঁয়াজ ৫ টাকা করে বেড়েছে। শনিবার দেশি পেঁয়াজ প্রতিকেজি ৫৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হয়েছে।
ইএইচ