Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫,

জলঢাকায় ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৪:৪৪ পিএম


জলঢাকায় ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

নীলফামারীর জলঢাকায় ৮০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব)।

শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩ রংপুর এর একটি অভিযানিক দল।

আটকরা হলেন, পশ্চিম খুটামারা মুন্সিপাড়া এলাকার নুরুল হকের ছেলে জাহিদুল ইসলাম, রংপুর সদর এলাকার সুভাষ চন্দ্র বর্মনের ছেলে সঞ্জয় কুমার বর্মন ও হাতীবান্ধা উপজেলার সিংগীমারী এলাকার আব্দুল হামিদের ছেলে লিটন মিয়া।

এ বিষয়ে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সাইফুল্লাহ নাঈম জানান, আটকদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু হয়েছে। পরে আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!