আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:০৮ পিএম
আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৫:০৮ পিএম
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় বাদীর বসতঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি শুক্রবার রাতে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইকরকান্দি এলাকায় ঘটেছে।
এ ঘটনায় রুজিনা আক্তার নামে এক নারী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ইকরকান্দি এলাকার জব্বার মাদবরের ছেলে মাসুদ মাদবর (৩৬), নিজাম মাদবরের ছেলে রুমান মাদবর (৩৫), জাহাঙ্গীর মাদবরের ছেলে শাহিন মাদবর (৩৭) ও হাসেম বেপারীর ছেলে আলি আজম বেপারী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজাম মাদবর ও আবু কালাম মাদবরের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এনিয়ে গত (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ নিজাম মাদবরের লোকজন ককটেল ফাটিয়ে ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
হামলায় রুজিনা আক্তার, বিনা আক্তার ও সাথী আক্তার আহত হন। এছাড়াও তাদের বাসা থেকে নগদ টাকা, স্বর্ণ অলংকার ও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আহত রুজিনা আক্তার বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগ দেয়াকে কেন্দ্র করে গতকাল রাতে মামলার বাদী রুজিনা আক্তারের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বাদী রুজিনা।
এ বিষয়ে রুজিনা আক্তার বলেন, গত বৃহস্পতিবার বিকালে আমাদের জমি জোরপূর্বক নিজাম মাদবর ও তার লোকজন নিয়ে দখল করতে আসে এ সময় তারা ককটেল ফাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করে আমাকে ও আমার দুই ননদকে পিটিয়ে আহত করে টাকাপয়সা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এবং আমাদের মেরে ফেলার হুমকি-ধামকি দেয়। পরে আমি বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় অভিযোগ করি। অভিযোগ করার কারণে গতকাল রাতে তিনটার দিকে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমাদের ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আমি এই হামলা ও ঘর পুড়িয়ে দেওয়ার বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের বাড়িতে গেলে তাদের পাওয়া যায়নি।
মোবাইল ফোনে কথা হয় অভিযুক্ত রুমান মাদবরের সাথে তিনি বলেন, ওরা আমার বাবা নিজাম মাদবরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাকে নিয়ে আমি বর্তমানে হাসপাতালে আছি। আমরা তাদের মারধর করিনি। আগুন দেওয়ার বিষয়টি মিথ্যা বানোয়াট আমরা এর সাথে জড়িত নয়।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, মারামারির ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচ