Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫,

একুশে বইমেলায় ‘চব্বিশের বন্যা’

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৬:২০ পিএম


একুশে বইমেলায় ‘চব্বিশের বন্যা’

অমর একুশে বইমেলা শুরু হয়েছে। শনিবার বিকাল ৪টার দিকে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী এ বইমেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‘জুলাই গণঅভু্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে দেশের বৃহত্তম এ বইমেলার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

বই মেলায় প্রতি বছরই পাওয়া যায় নতুন নতুন বই। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে- দেশের পূর্বাঞ্চলের তথা ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে লেখা তরুণ লেখক ও সংগঠক নজরুল বিন মাহমুদুল এর ‘চব্বিশের বন্যা।’

বইটির লেখক নজরুল বিন মাহমুদুল বলেন, আগে থেকেই লেখালেখির অভ্যাস ছিল কিন্তু এবারই প্রথম প্রকাশিত হতে যাচ্ছে আমার লেখা চব্বিশের বন্যা। ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যার কথা কারোরই অজানা নয়। বন্যাকবলিত মানুষের আর্তনাদ, আহাজারি আর না বলা কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি বইয়ের পাতায়।

তিনি আরও বলেন, এমন ভয়াবহ বন্যা হয়তো আর দেখা যাবে না, কিন্তু বন্যার ভয়াবহ স্মৃতিগুলো আগামী প্রজন্মকে জানানোর লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। প্রকাশনা প্রতিষ্ঠান বইনামা থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

ইএইচ

Link copied!