অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:২৪ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:২৪ পিএম
যশোরের অভয়নগরে ব্রাদার্স কাপ ১৬ দলীয় টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুনার্মেন্টর ফাইনাল দেয়ানা টাইগার খুলনা বনাম মীর মুগ্ধ ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
দেয়ানা টাইগার খুলনা ক্রিকেট একাদশ ৫ উইকেটের ব্যবধানে বিজয় লাভ করে। টুনার্মেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় আলামিন।
টু ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি।
এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান। খেলাটি সঞ্চালনায় ও ধারা বর্ণনা করেন অধ্যাপক সমির দাস।
ইএইচ