Amar Sangbad
ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫,

চরমোনাইর পীর

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ ভোটের অধিকার পাবে

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৩৪ পিএম


পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ ভোটের অধিকার পাবে

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছরে বাংলাদেশে সবার শাসন দেখেছি, বাকী আছে ইসলামি শাসন। যে রাজনৈতিক দলগুলো বার বার দেশের শাসনভার পেয়েছিলো, তারা মানুষের জন্য রাজনীতি করেনি বরং নিজেদের পেটনীতি করেছে।

শনিবার বিকাল সাড়ে ৪টায় চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত ইসলামি আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, শতকরা ৯২ জন মুসলমানের বাংলাদেশে মানুষ ইসলামি শাসন ব্যবস্থা দেখতে চায়। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই পদ্ধতিতে প্রতিটি মানুষের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মানুষ তার ভোটের অধিকার পাবে।

ইসলামি আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ।

সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটিতে মুফতি নুরুদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি ও মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!