দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৩৯ পিএম
দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৩৯ পিএম
ঢাকার দোহার ও নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির উদ্যোগে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে নবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দোহার নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মাসুমা বিল্লাহ’র সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, আমাদের চারপাশে যদি কোন হিজাব বিদ্বেষী থাকেন তাদের প্রতি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই। আমাদের দোহার এবং নবাবগঞ্জে হিজাব বিদ্বেষের কোন স্থান দেওয়া হবে না।
প্রধান আলোচকের বক্তব্যে সোনাহাজরা মফিজিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক আয়েশা সিদ্দিকা বলেন, হিজাব বাংলাদেশের নারীদের স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক। আমাদের সবার হিজাবের যথাযথ মর্যাদা পালন করা।
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, মহিলা দল নেত্রী বিলকিস চৌধুরী।
আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে হিজাব বিতরণ করা হয়।
ইএইচ