পনির ভূইয়া, সোনারগাঁও
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:১৩ পিএম
পনির ভূইয়া, সোনারগাঁও
ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:১৩ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণ অধিকার পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র আন্দোলনে শহিদদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য ও নতুন স্বাধীনতাকে রক্ষা করতে নতুন রাজনীতি প্রয়োজন। নতুন নেতৃত্ব প্রয়োজন এবং নতুন সংস্কৃতি প্রয়োজন। এদেশের মানুষ রাজনীতি দ্বারা বারবার প্রতারিত হয়েছে। তাই জনগণ এখন নতুন নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা মাঠে জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর এসব কথা বলেন।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি`র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, একেএম সাইদুজ্জামান,উলফত কবির সহ দলীয় নেতাকর্মীরা।
ইএইচ