Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

মধুপুর ক্লাবের শোকসভা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:৪০ পিএম


মধুপুর ক্লাবের শোকসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরের ঐতিহ্যবাহী মধুপুর ক্লাবের সদস্য আফছার উদ্দিনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

গত (৩১ জানুয়ারি) তিনি মৃত্যুবরণ করায় রুহের মাগফেরাত ও সমবেদনা জানাতে মধুপুর ক্লাবের পক্ষ থেকে এ শোকসভার আয়োজন করা হয়।

শনিবার রাতে মধুপুর ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন- ক্লাবের সহ-সভাপতি মো. আরফান আলী, সহ-সভাপতি শ্রী আঁখিমল চৌধুরী, কোষাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিক, পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।

শোক সভায় মধুপুর ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। 
শোকসভার আলোচনা ও দোয়া মাহফিল শেষে ক্লাবের পক্ষ থেকে মরহুম আফছার উদ্দিনের স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।

ইএইচ

Link copied!