Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

ফেনীতে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:৪৯ পিএম


ফেনীতে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফেনীর সোনাগাজীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও দুই সন্তান।

ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের পুরাতন রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে নিজাম উদ্দিন নিহত হন এবং তার স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু জানান, চট্টগ্রামে নিজাম উদ্দিনের মুদি দোকান রয়েছে। গত দুইদিন আগে অসুস্থ শ্বশুরকে দেখতে চট্টগ্রাম থেকে তিনি সোনাগাজীতে এসেছিলেন। সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!