দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:৫৯ পিএম
দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:৫৯ পিএম
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু বলেছেন, আস্থা-বিশ্বাস ও ভালোবাসার কারখানা শহিদ ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের আলোকিত করছে। পড়াশুনা আর নৈতিক শিক্ষার মাধাম্যে সারাদেশে অন্য সব ক্যাডেট স্কুলের চেয়ে শহিদ ক্যাডেট স্কুল সবদিক থেকে এগিয়ে রয়েছে। মনে রাখবেন অর্থ উপার্জনের জন্য শিক্ষা নয়-শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জনের একটি প্লাটফর্ম।
‘পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি’ এ স্লোগানকে সামনে রেখে সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত শহিদ ক্যাডেট স্কুল দিনাজপুর শাখার আয়োজনে প্রতিবছরের মতো তাদের প্রতিষ্ঠান চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহিদ ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. শহীদুল আলম শহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও সাদাত ক্যাডেটের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আমিনুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য দেন- শহিদ ক্যাডেট স্কুলের অধ্যক মো. নুরুজ্জামান।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন, শহিদ ক্যাডেট স্কুল, দিনাজপুর শাখার পরিচালক মো. সাইদুর রহামান।
প্রধান অতিথি দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্মাননা ক্রেস্ট দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
ইএইচ