Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

দিনাজপুরে ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে গণমিছিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:২৭ পিএম


দিনাজপুরে ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম, খুন দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির দিনাজপুর জেলা শাখার উদ্যোগে গণমিছিল বের হয়ে জেল রোড, লিলির মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড পৌরসভার মোড়, জেনারেল হাসপাতাল মোড়, মুন্সিপাড়া, নিমতলা মোড় হয়ে মালদহপট্টিতে শিবিরের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে গণমিছিলে বক্তব্য দেন- ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি ও মো. মুশফিকুর রহমান, দিনাজপুল শহর শাখার সেক্রেটারি মাসুদ রানা, দিনাজপুর উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল রানা, বেগম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি গোলাম জাকারিয়া প্রমুখ।

মিছিল থেকে ফ্যাসিস্ট সরকারের দোসরদের যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, বাংলার মাটিতে ফ্যাসিস্টদের ঠাঁই হবে না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

গণমিছিলে ইসলামি ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!