Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

অভয়নগরে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক হস্তান্তর

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:১০ পিএম


অভয়নগরে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক হস্তান্তর

যশোরের অভয়নগরে যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে নওয়াপাড়া ফেরীঘাট সংলগ্ন ইউনিয়নের কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

সমিতির ৯৮৬নং সদস্য মৃত আব্দুর রশিদ সরকার, ১৭৭নং সদস্য মৃত আবুল হোসেন ও ২৫৭৩নং সদস্য মৃত আবুল কাশেমের পরিবারের হাতে এ চেক হস্তান্তর করা হয়।

ইউনিয়নের পক্ষ থেকে চেক পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন মৃত শ্রমিক পরিবারের সদস্যরা।

তারা বলেন, পরিবারের অভিভাবক হারিয়ে আমরা সর্বস্বান্ত। সমিতির পক্ষ থেকে পাওয়া এই টাকা সংসারের কাজে লাগাবো।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরি ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!