কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:৩৯ পিএম
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৫:৩৯ পিএম
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় প্রায় ৩৩ হাজার ঘনফুট জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
জব্দকৃত বালু নিলাম ডাকের সর্বোচ্চ দরদাতার কাছে ৫ লক্ষ ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়।
বালু নিলাম ডাকে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ।
উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, সাতদিনের মধ্যে বালু সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে নিলাম ডাকে অংশ নেওয়া ৭ জনের মধ্যে সর্বোচ্চ দরদাতা মমতাজ উদ্দিনের নিকট ৫ লক্ষ ৯৯ হাজার টাকায় ওই বালু বিক্রি করা হয়েছে। নিলাম ডাকের প্রাপ্তি অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইএইচ