Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

মোরেলগঞ্জে নির্ধারিত ফির ৪ গুণ টাকা নেয়া হচ্ছে জন্মনিবন্ধনে

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:১২ পিএম


মোরেলগঞ্জে নির্ধারিত ফির ৪ গুণ টাকা নেয়া হচ্ছে জন্মনিবন্ধনে

বাগেরহাটের মোরেলগঞ্জে জন্মনিবন্ধন করাতে সরকার নির্ধারিত ফির চারগুণ বেশি টাকা নেয়া হচ্ছে ইউনিয়ন পরিষদে।

এরপরেও কালক্ষেপণ ও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না সেবাপ্রার্থীরা। সরকারিভাবে জন্ম নিবন্ধনের জন্য ০ থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্য ফ্রি, ৫ বছরের মধ্যের শিশুদের জন্য ২৫ টাকা ও এর অধিক বয়সীদের জন্য সরকারিভাবে ৫০ টাকা ফি নির্ধারিত থাকলেও সকল নিবন্ধন প্রার্থীদের নিকট থেকে নেওয়া হচ্ছে ১০০ ও ২০০ টাকা করে।

রোববার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের নিবন্ধন প্রার্থী মো. সাগর জোমাদ্দার পরিষদের সচিব সুভাশিষ মল্লিকের বিরুদ্ধে এমন অভিযোগ করলে সরেজমিনেও মিলেছে তার প্রমাণ।

প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদে গেলে পরিষদের চেয়ারম্যান আউয়াল খান মহারাজ জন্ম নিবন্ধনে ২০০ টাকা করে নেয়ার কথা স্বীকার করলেও সরকারি ফির বাইরে আদায় করা বাকি ১৫০ টাকা কোন খাতে জমা করা হচ্ছে বা কাদের পকেটে যাচ্ছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে পরিষদের সচিব বলেন, শুধু এখানে নয়। মোরেলগঞ্জের সকল ইউনিয়ন পরিষদেই ৪৫ দিন বয়সীদের জন্য ১০০ ও অন্যদের জন্য ২০০ টাকা করে নেয়া হচ্ছে।

সরকারি ফি ব্যতীত বাড়তি টাকা আদায়ের বিষয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে তিনি বলেন, ‘উদ্যোক্তার খরচ মেটানোর জন্য বাড়তি টাকা নেয়ার সিদ্ধান্ত আছে। তবে এ সিদ্ধান্ত কার বা কোন দপ্তরের তা তিনি বলতে পারেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে কেউ ইতোপূর্বে অভিযোগ করেনি। এখন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!