Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

অস্ত্রের মুখে লামায় ৭ শ্রমিক অপহরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামা (বান্দরবান) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:৩১ পিএম


অস্ত্রের মুখে লামায় ৭ শ্রমিক অপহরণ

বান্দরবানের লামা থেকে সশস্ত্র সন্ত্রাসীরা ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকায় একটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন- মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়ি চালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। কে বা কারা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো কিছু জানাতে পারিনি পুলিশ।

এ ঘটনার পর সম্ভাব্য জায়গাগুলোতে সেনাবাহিনী ও পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ওই এলাকায় শ্রমিকরা কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিল।

তবে স্থানীয়রা বলছেন কাঠ ব্যবসায়ীর কাছে সন্ত্রাসীরা ৭ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। চাঁদার দাবিতে ও দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা তাদের অপহরণ করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

ইএইচ

Link copied!