কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:৩৭ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৬:৩৭ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মেসার্স মা স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের মালিক আ. রহিম সরদার জানান।
রোববার ভোররাতের দিকে উপজেলার পাখিমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আ. রহিম বলেন, সকালে শুনতে পান তার প্রতিষ্ঠানে আগুন লেগেছে। আগুনে ১০টি বৈদ্যুতিক মোটর, ৫০০ বস্তার অধিক কাঠের গুড়া, ধান, চাল, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সরকারি বেসরকারি সহযোগিতা দিয়ে পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে।
ইএইচ