জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:১০ পিএম
জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:১০ পিএম
সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়ন প্রয়াত যুবদলের নেতা সুজন খানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোক র্যালি, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আসর চরপাড়া এসএম দাখিল মাদরাসা মাঠে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবির তালুকদার শাহীন।
প্রধান আলোচকের বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহমেদ, সদস্য শফিকুল ইসলাম মিলন, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আ. করিম, সরিষাবাড়ি উপজেলার যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইএইচ