Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে বিএনপির আনন্দ মিছিল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৩৮ পিএম


কালিয়াকৈরে বিএনপির আনন্দ মিছিল

গাজীপুর জেলার কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে গাজীপুর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়।

তারই ধারাবাহিকতায় কালিয়াকৈরের বিভিন্ন সড়কে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিল বের করেন।

মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে সমবেত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তারা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিন সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে সাবেক গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে আহ্বায়ক করা হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী দায়িত্ব পেয়েছেন।

নতুন নেতৃত্ব ঘোষণার পর থেকেই বিএনপির তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

আনন্দ মিছিল চলাকালে বিএনপি নেতারা বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করেছে। নতুন কমিটির নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে, ভবিষ্যতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কমিটির ঘোষণার পর থেকেই গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হচ্ছে।

দলীয় নেতাকর্মীরা এই কমিটিকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও কার্যকর হবে।

ইএইচ

Link copied!