Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

উলিপুরে কনভেক্স মিররের উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৮:৩০ পিএম


উলিপুরে কনভেক্স মিররের উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে কনভেক্স মিররের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর। 

রবিবার (২ফেব্রুয়ারি) বিকেলে এলাকাবাসীর যৌথ আয়োজনে লাল ফিতা টেনে কনভেক্স মিররটির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন, তৌফিকুর রহমান লাভলু, আপন আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত রাজিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিখন, উপজেলা  স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব রিপন, বিশিষ্ট ব্যবসায়ী তফা প্রমুখ।

পথচারী, দ্বীপ, জয়দেব, পলাশ, শিক্ষার্থী এষা, মেধা, আশিক জানান, এই মিররটি আমাদের বিভিন্ন দুর্ঘটনা থেকে রক্ষা করবে এবং যানবাহন চালকদের বেশ উপকারে আসবে। তারা আরো জানান, শহরের বিভিন্ন মোড়ে এ ধরনের মিরর খুবই দরকার।

উল্লেখ্য, এই মোড়ের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমে দুটি মন্দির ও দুটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের, স্থানীয় ও চলমান বিভিন্ন প্রকার যানবাহনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এমন উদ্যোগ গ্রহণ করেন স্থানীয়রা।

আরএস

Link copied!