Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

বিয়ের দুদিন আগে নিখোঁজ তরুণ, নদীর পাড়ে মিলল ঝুলন্ত লাশ

আলী হাসান, জয়পুরহাট

আলী হাসান, জয়পুরহাট

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:২৪ পিএম


বিয়ের দুদিন আগে নিখোঁজ তরুণ, নদীর পাড়ে মিলল ঝুলন্ত লাশ

জয়পুরহাটে বিয়ের দুদিন আগে নিখোঁজ হওয়া মাহমুদুল পিপাস (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সদরের ধারকি শতিঘাটা তুলশী গঙ্গা নদীর পাড়ে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহমুদুল জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে। সে জয়পুরহাট শহরে ওষুধ কোম্পানিতে চাকরি করতো। বর্তমানে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় ভাড়া থাকতো।

জানা যায়, দুপুর ১২টার দিকে এক নারী গাছের পাতা কুড়াতে গিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত পিপাসের বন্ধু শুভ হোসেন জানান, তার বন্ধু বিয়ের প্রস্ততি নিচ্ছিল। এজন্য তিনি কমিউনিটি সেন্টারের ভাড়াও পরিশোধ করেছেন হঠাৎ করে তার বন্ধু বিয়ের দুদিন আগে নিখোঁজ হয়। আজ তার লাশ উদ্ধার হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যা। এর সুষ্ঠু বিচার দাবি তার।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক মাসুদ হোসেন জানান, এ ঘটনায় ৩০ জানুয়ারি থানায় একটি নিখোঁজ ডাইরি হয়েছে। আজ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে জানা যাবে মৃত্যুর কারণ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ইএইচ

Link copied!