Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ২

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:৫১ এএম


এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপ চালকসহ নিহত ২

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো. বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার মুন্সিবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে একটি পিকআপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সিবাজার নামক স্থানে আসলে অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকআপ রাস্তার পাশে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে মো. বাচ্চু মারা যায়। খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মানিক নামে আরও একজনকে মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে রাতে তারা দক্ষিণবঙ্গের কোন এলাকায় থেকে পিকআপ নিয়ে ঢাকায় ফিরছিলেন। কুয়াশার কারণে পিছন থেকে কোন গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার উপসহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় ১ জনকে মৃত অবস্থা উদ্ধার করি। আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি দুটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন, ভোর ৬টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। পরে ১ ঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়।

ইএইচ

Link copied!