Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

সালথায় গলায় অস্ত্র ধরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:৫৬ এএম


সালথায় গলায় অস্ত্র ধরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি

ফরিদপুরের সালথায় এক সাংবাদিকের বাসায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়িতে ডাকাতি হওয়া ওই সাংবাদিকের নাম সাইফুল ইসলাম। সে দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, সোমবার ভোর রাতে আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে। আমার মায়ের গলায় দেশীয় অস্ত্র রামদা ধরে জিম্মি করে ডাকাতেরা নিয়ে গেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!