Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

খোকসায় অপহরণের তিনদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:১২ এএম


খোকসায় অপহরণের তিনদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় অপহরণের তিনদিন পর আজাদ মোল্লা নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে খোকসা মডেল টাউন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজাদ মোল্লা উপজেলার সিংহরিয়া গ্রামের বক্কার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, গত ২৯ জানুয়ারি আনুমানিক রাত ৮টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। পরবর্তীতে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজাদ মোল্লাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!