Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

বরিশালে ছাত্রদলের মশাল মিছিল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:৩৩ পিএম


বরিশালে ছাত্রদলের মশাল মিছিল

ফ্যাসিস্ট সরকার এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে ছাত্রদল।

রোববার রাতে নগরীর সিএন্ডবি রোড (কলেজ অ্যাভিনিউর সংযোগস্থল) থেকে মশাল মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের গোলচত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের নেতা তাজ ইসলাম, অনন্যা কবির, ফারজানা অনিমা, স্বর্ণা, রামিম, লিমন মোল্লা, রাশেদ, সংগ্রাম, জুবায়ের হাওলাদার, বরিশাল সদর উপজেলা ছাত্রদলের মারুফ মল্লিক, রাহাত তালুকদার, রিফাত প্রমুখ।

এছাড়া গভীর রাতে নগরীর বিবির পুকুর পাড়সহ বিভিন্ন স্থানে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক কবিরের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!