ববি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৩:৫০ পিএম
ববি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৩:৫০ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে এ আয়োজন শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ পূজার আয়োজন করে।
দেবীর চরণে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পূজা উদযাপিত হয়।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ আয়োজনে অংশ নেন।
পূজাকে ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। ক্যাম্পাসের মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিয় মন্ডল বলেন, পূজাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ২১ টি বিভাগ বিভিন্ন আঙ্গিকে পূজামণ্ডপ তৈরি করেছে। ক্যাম্পাসে পূজার এক আমেজ বহমান দেখা যাচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ সহযোগিতা করেছে।
উল্লেখ্য, সরস্বতী পূজা নির্বিঘ্নে পালনের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে রোববার রাত ৯টা থেকে সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত ব্যক্তিদের প্রবেশাধিকার সংরক্ষিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইএইচ