Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৪:২২ পিএম


দুমকিতে সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান

পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির (এডিএস) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মরহুম সিরাজ উদ্দিন আহমেদ স্মৃতি পদক প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসা মাঠে পদক প্রদান ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর মো. জামাল হোসেন, লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর জব্বার সিকদার, আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসার সুপারেনটেনডেন্ট মাওলানা আবু সালেহ, পটুয়াখালী সেন্ট্রাল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, মো. ছিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- দুমকি দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন, সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম, মো. দুলাল হাওলাদার, আবদুল মান্নান হাওলাদার, সোবাহান মল্লিক প্রমুখ।

মাওলানা মাসুম বিল্লাহ ও আবু হানিফ জয়ের সঞ্চালনায় বক্তব্য দেন আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী সিরাজুম মুনিরা, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক।

পরে আঠারগাছিয়া গ্রামের ২টি প্রাথমিক বিদ্যালয়, একটি নুরানী মাদরাসা ও আঠারগাছিয়া সিরাজিয়া দাখিল মাদরাসার প্রতি শ্রেণিতে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে তাদের সিরাজ উদ্দিন আহমেদ পদক ও সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!