আবদুল হালিম, কক্সবাজার
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৪:৩৯ পিএম
আবদুল হালিম, কক্সবাজার
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৪:৩৯ পিএম
কক্সবাজারে যুবদল নেতা সাইফুল ইসলাম (৪০) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে কক্সবাজার ঝিলংজা পূর্ব লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা সাইফুল সদরের ঝিলংজা ১নং ওয়ার্ড পূর্ব লারপাড়া এলাকার নুরুল হুদা জুনুর ছেলে।
স্থানীয়রা জানান- নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা সাইফুলকে প্রথমে গুলি করে পরে ছুরি দিয়ে নৃশংসভাবে আঘাত করে। এ সময় তার সাথে থাকা একই এলাকার মূসা নামে আরেক যুবককে মাথা আঘাত করে সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার সংবাদকে জানান, বিষয়টি আমি শুনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।
ইএইচ