লোকমান আনছারী, রাউজান (চট্টগ্রাম)
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:১৪ পিএম
লোকমান আনছারী, রাউজান (চট্টগ্রাম)
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:১৪ পিএম
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে যাত্রীবাহী বাসের চাপায় রিমন নাথ (১৫) নামের এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে সড়কের নোয়াপাড়া পথেরহাটের মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করেছেন।
এদিকে সোমবার (৩ জানুয়ারি) সকালে ওই বাসের মালিক ও চালকের শাস্তি চেয়ে পথেরহাটে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এসময় প্রতিবাদ সমাবেশে ছাত্র প্রতিনিধিরা বলেন, কাপ্তাই সড়কে এবি ট্রাভেলস ও শাহ আমানত বাসসহ অন্যান্য পরিবহনের বেপরোয়া গতি ও অদক্ষ চালকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি অবিলম্বে আমরা নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি। বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের লাইসেন্স বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তারা আরো বলেন, দক্ষিণ রাউজানের নোয়াপাড়া এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কে জীবন যাপন করছে। প্রশাসন এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তারা রাউজানের সাবেক এমপির ফাঁসির দাবি জানায়।
আহত রিমন নাথ রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন পূর্ব নাথপাড়ার লাকী দেবী ও কমল নাথের ছেলে। পাঁচখাইন-বাগোয়ান সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে রিমন নাথ স্থানীয় মিয়া বাজারের একটি গাড়ির গ্যারেজে কাজ শিখতে গিয়েছিল। কাজ শেষে বাড়ি ফেরার জন্য গ্যারেজের সামনে গাড়ির অপেক্ষা করছিল সে।
এ সময় কাপ্তাইয়ের চন্দ্রঘোনা লিচুবাগান থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো রিমনকে চাপা দেয়। ঘটনাস্থলের পাশে থাকা স্থানীয় বাসিন্দারা রিমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় বাসটি ভাঙচুর করেন তাঁরা। দুর্ঘটনার পরই পালিয়ে যান ওই বাসের চালক।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, বাসচাপায় শিক্ষার্থী আহত ব্যক্তির ঘটনায় দুই পক্ষের সঙ্গে কথা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, ছাত্রজনতার পক্ষ থেকে এসকল দাবি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করা হয়।
আরএস