পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:১৭ পিএম
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:১৭ পিএম
দিনাজপুরের পার্বতীপুর-মধ্যপাড়া সড়ক দুর্ঘটনায় ৬৫ বয়সের এক অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে আজ সোমবার সকালে। পার্বতীপুর উপজেলার চক মহেষপুর নামক স্থানে।
পার্বতীপুর থানাধীন বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তুহিন জানান, আজ সকালে কোন এক সময়ে (সকাল বা ভোর ৬টা থেকে ৮টা’র মধ্যে) রাস্তায় লাশ পড়ে থাকা দেখে জনৈক পথচারী থানায় ফোন করে। এরপর ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে সোমবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরনে ছিল লুঙ্গি, সোয়েটার ও একটি চাদর।
এসময়ে পার্বতীপুরে ঘনকুয়াশা ছিল বলে জানান।
আরএস