Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

মধুপুরে কাঠ পোড়ানোর অপরাধে ৩ ইট ভাটায় ৫ লক্ষ টাকা জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:৪৮ পিএম


মধুপুরে কাঠ পোড়ানোর অপরাধে ৩ ইট ভাটায়  ৫ লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে ৩টি ইট ভাটাকে ৫ লক্ষ টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নে অবস্থিত ৩টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। কয়লার পরিবর্তে জ্বালানি হিসাবে কাঠ পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে ৩টি ইট ভাটাকে মোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইট যাতে কাঠ দিয়ে আর পোড়াতে না পারে সে জন্য পানি দিয়ে চুল্লি নিভিয়ে দেওয়া হয়।  ভ্রাম্যমাণ আদালতটি  পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের  হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। আইনশৃঙ্খলা সহযোগিতায় ছিলেন  মধুপুর সেনাক্যাম্পের সেনাসদস্যগন। এসময চুল্লি নিভানোর দায়িত্বে ছিলেন মধুপুর ফায়ার  স্টেশনের  দুটি টিম।

অভিযান পরিচালনার সময়  নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ জানান এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরএস

Link copied!