দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:৫২ পিএম
দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৬:৫২ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর জেলা কার্যালয়।
সোমাবর (৩রা ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে অভিযান পরিচালনা শুরু করা হয়।
দিনাজপুর দুদক উপ-পরিচালক আতাউর রহমানের নেতৃত্বে দুদক দীর্ঘ প্রায় সাড়ে চার ঘণ্টার অভিযান পরিচালনা করেন।
অভিযানে আউটসোর্সিং, নিম্নমানের খাবারে পরিবেশনে অনিয়ম,কনস্ট্রাকশন কাজ, সহ নানা অসঙ্গতির সত্যতা পান। মেডিকেল কলেজ হাসপাতালে ময়লা দুর্গন্ধ ময় পরিবেশ বিরাজ করার ও সত্যতা পান দুদক দল।
এইসব অনিয়মের কারণে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এ কে এম নুরুজ্জামান ওয়াড বয় মাসুদ, ও মামুন সহ ৩ জন কে কারণ দর্শানোর নোটিশ দেন। একইভাবে নিম্নমানের খাবার সরবরাহকারী ঠিকাদার এবং কুকার মিজানুর রহমান কে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
এদিকে, দুদক হাসপাতাল থেকে বিভিন্ন মেশিনারি ক্রয়ের কাগজপত্র জব্দ করেছেন। এই কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে অনিয়ম থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে দুদক কর্মকর্তা আতাউর রহমান জানান।
তিনি আরো বলেন, হাসপাতালে দালালদের একটি সিন্ডিকেট চিকিৎসা নিতে আসা নিরীহ মানুষদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছেন। দালালদের কারণে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে বলে দুদক সেটির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবেন।
আরএস