Amar Sangbad
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫,

অভয়নগরে বৈষম্যবিরোধী সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩০ পিএম


অভয়নগরে বৈষম্যবিরোধী সংগঠকদের  বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রাকিব পাটোয়ারী ও তার সহযোদ্ধাদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সিয়াম হোসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাকিব পাটোয়ারীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক ছত্রছায়ায় একটি চিহ্নিত মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে তাকে হেয়প্রতিপ্ন করার চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে নওয়াপাড়ার একটি মেলায় মারামারিকে কেন্দ্র করে তাকে অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা হলো একটি মেয়েকে ইভটিজিং করার কারণে একটি ছেলেকে স্থানীয়রা মারতে গেলে রাকিব পাটোয়ারী ও তার সহযোগীরা ঠেকায়, যা সিসি টিভি ফুটেজে পষ্ট।

এ ব্যাপারে জানতে চাইলে রাকিব পাটোয়ারী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করার জন্য তাদেরকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এরপর অভিযোগের প্রমাণ দিতে না পারলে মানহানী মামলা দায়ের করবো। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা অপূর্ব সাহা, জীবন হোসেন, ফাহিম ইসলাম, মারুফ আল হাসান, ফেরদৌস মোল্যা প্রমুখ।

আরএস

Link copied!