Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫,

সার বিতরণে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না: ডিসি আজাহারুল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:০০ পিএম


সার বিতরণে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না: ডিসি আজাহারুল

অনৈতিকভাবে উপার্জন করা অর্থ কোনো কাজে আসে না। নীতি নৈতিকতার সঙ্গে ব্যবসা করতে হবে। তাই সার বিতরণে কোনো প্রকার অনিয়ম বা অস্থিরতা তৈরি করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সার আমদানিকারক, বিএফএর প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম আরো বলেন, অভয়নগর থেকে ৭০ শতাংশ সার দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। ৫ আগস্টের পূর্বের সকল অনিয়ম-দুর্নীতির চিহ্ন মুছে ফেলে নতুন করে কাজ করতে হবে। আমাদের সকলের চিন্তা চেতনার মাঝে পরিবর্তন আনতে হবে। কৃষকের চাহিদা মোতাবেক অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। সার ব্যবস্থাপনা ও ওজনের বিষয়ে ব্যবসায়ীদের আরো সচেতন হতে হবে। তাহলেই আমাদের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন হবে।

উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মতামত প্রকাশ করেন, বিএফএর প্রতিনিধি আব্দুল আওয়াল, আমদানিকারক নোয়াপাড়া গ্রুপের প্রতিনিধি সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, সার পরিবেশকদের পক্ষে কাজী ফারুক প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, ছাত্র প্রতিনিধি ইরফান, নোয়াপাড়া গ্রুপের কর্মকর্তা মিজানুর রহমান জনি, ট্রান্সপোর্ট ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিআরইউ

 

Link copied!