সাইদুর রহমান, মিরপুর (কুষ্টিয়া)
ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:২৮ পিএম
সাইদুর রহমান, মিরপুর (কুষ্টিয়া)
ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:২৮ পিএম
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি মেলায় উদ্যোক্তা ও কৃষি প্রদর্শনীতে মিরপুর উপজেলার বিভিন্ন কৃষক ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান, মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আসা বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ মেলাতে অংশগ্রহণ করা বিভিন্ন কৃষক ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
আরএস