Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০২:৫০ পিএম


পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

‘ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয়’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও বিসিক কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা এবং তারুণ্যের লোক ও কারুশিল্প মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, বিসিকের সরকারি মহাব্যবস্থাপক মো. আলমগীর শিকদার ও জেলা জায়েতের আমির নাজমুল আহসান।

মেলায় পটুয়াখালী জেলাসহ বিভিন্ন জেলার বিসিক উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, পাটের বিভিন্ন পণ্য মৃৎশিল্পের পণ্যসহ হস্ত ও কুটির শিল্পের ১০০টি স্টলে দেশি-বিদেশি হরেক রকমের উন্নত পণ্যের প্রদর্শন করা হয়।

আর স্টলগুলোতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্যের পসরা সাজিয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক উদ্যোক্তা মেলার সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়াও সন্ধ্যার পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রচার ও প্রসারের জন্যই এমন আয়োজন বলে জানালেন জেলা প্রশাসক।

ইএইচ

Link copied!