Amar Sangbad
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৩:০০ পিএম


বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে জেলা ছাত্রলীগের সদস্য ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সোহরাবকে (৩৫) গ্রেপ্তার করেছে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার রাতে সোহরাবের নিজ বাড়ি বোয়ালমারী উপজেলার গুনবাহ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার সন্দিহান আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বোয়ালমারী থানা থেকে আলফাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলার সন্দিহান আসামি হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, তাকে গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানা পুলিশ আলফাডাঙ্গায় নিয়ে যায়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার সন্দিহান মূলক আসামি হিসেবে সোহরাবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় গুনবাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গায় নিয়ে আসা হয়। বুধবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!